
প্রকাশিত: Thu, Jul 6, 2023 10:38 PM আপডেট: Mon, May 12, 2025 8:13 PM
[১]ব্রিকসের সম্ভাব্য সম্প্রসারণে বেইজিংয়ের কৌশলগত প্রভাব বাড়বে, উদ্বিগ্ন নয়াদিল্লি
রাশিদুল ইসলাম: [২] ইন্দোনেশিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, মিসর, আমিরাত, আলজেরিয়া, বাংলাদেশ ও ইরানসহ অন্তত কুড়িটি দেশ ব্রিকসে যোগ দিতে উন্মুখ। কিন্তু ব্রিকসের সম্প্রসারণের উদ্যোগে সতর্ক দৃষ্টি রাখছে প্রভাবশালী সদস্য দেশগুলো। ভারত বা ব্রাজিল কেউই এ ব্লকে প্রভাব হারাতে চায় না।
[৩] সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা বলছেন, ব্রিকসের বর্তমান সকল সদস্য আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের ইচ্ছা পোষণ করেন, তবে একটি নতুন বিশ্বব্যবস্থা বেশিরভাগই রাশিয়া এবং চীনের স্বার্থের অনুকূলে সেটিও বিবেচ্য।
[৪] বিশেষ করে ভারত ব্রিকসের সম্প্রসারণ পরিকল্পনার ব্যাপারে ‘সতর্ক’। বিশ্লেষকরা বলছেন, ব্রিকসের মধ্যে এই গ্রুপিং বিদ্যমান আঞ্চলিক জোটগুলির প্রতি এটি পাল্টা প্রভাব কতটা সৃষ্টি করতে পারে তা নিয়ে সন্দেহ রয়েছে।
[৫] ব্রিকস শান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং সহযোগিতা প্রচারের লক্ষ্যে বিশ্বের জনসংখ্যার ৪৩ শতাংশ, এর ভূমি এলাকার ২৬ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে।
[৬] চীন গত বছর ব্রিকসে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ইচ্ছা দেখালেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে বলেন যে, প্রক্রিয়াটি এখনও বিবেচনাধীন। যেসব দেশ ব্রিকসে যোগ দিতে চায় সে ব্যাপারে মানদণ্ড এবং পদ্ধতির বিষয়ে বিবেচনার প্রয়োজন রয়েছে।
[৭] ব্রাজিলের আন্তর্জাতিক-সম্পর্কের অধ্যাপক অলিভার স্টুয়েনকেল মনে করেন, ব্রিকসের সম্প্রসারণ নয়াদিল্লির স্বার্থে কতটা অনুকূল তা নিয়ে ভারতের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। চীন ও রাশিয়া ব্রিকসের বর্ধিত রূপ দেখতে চাইলেও ভারত ও ব্রাজিল ব্রিকসের গ্রুপিংয়ে প্রভাব হারাবে কি না, তা নিয়ে সতর্ক রয়েছে। নতুন সদস্যরা মূলত চীনের ঘনিষ্ঠ হওয়ার জন্য ব্রিকসে যোগদান করবে, ব্রাজিল বা ভারতের জন্যে নয়।
[৮] ব্রিকস ইতিমধ্যেই শক্তিশালী জি-সেভেন গ্রুপের বিকল্প মডেল হিসাবে আবির্ভূত হলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ফেলো আনু আনোয়ার বলেন, ব্রিকস সদস্যদের মধ্যে কারোরই নিজেদের মধ্যে সামরিক জোট নেই এবং অদূর ভবিষ্যতে এটি গঠনের সম্ভাবনা খুবই কম। এই ধরনের জোট একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার চাবিকাঠি।
[৯] আনু আনোয়ার বলেন, জি সেভেনের পাশাপাশি ন্যাটো প্রভাব রেখেছে। যেটি ব্রিকসের ক্ষেত্রে অনুপস্থিত। এছাড়া পশ্চিমা দেশগুলোর দিকে ভারতের সাম্প্রতিক ঝোঁক দেশটিকে ব্রিকস-এ একটি ‘বহিরাগত’ হিসেবে দেখা হচ্ছে যে কারণে জোটটিতে অন্য সদস্যদের মাধ্যমে ব্লকটি প্রসারিত করতে চাওয়া ‘অর্থবোধক’।
[১০] সাম্প্রতিক সময়ে, দিল্লি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করেছে এবং কোয়াড নিরাপত্তা গোষ্ঠীকরণে সক্রিয় ভূমিকা পালন করেছে।
[১১] জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর গুন্থার মাইহোল্ড বলেন, একটি নতুন বিশ্বব্যবস্থা তৈরি করা স্পষ্টতই চীন ও রাশিয়ার স্বার্থে। তারা একসাথে এই আকাক্সক্ষাাকে বৈধতা দেওয়ার জন্য ব্রিকস-এর বর্ধিতকরণকে উৎসাহিত করছে। কিন্তু ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা ব্রিকসের স্থিতিশীলতা বজায় রাখতে বেশি আগ্রহী।
[১২] মাইহোল্ড আরো বলেন, ব্রিকসের সম্প্রসারণের মধ্যে এতে প্রভাব বিস্তারে চীনের আগ্রহ অন্য দেশগুলোর মধ্যে এক ধরনের প্রতিরোধ স্পৃহা তৈরি করতে পারে এবং জোটটি সম্প্রসারণের পরে তা পরিচালনা করা আরও কঠিন হতে পারে। কারণ ব্রিকসের সম্প্রসারণ আরো অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।
[১৩] হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারের একজন সিনিয়র ফেলো শার্লি জে ইউ বলেন, একটি বর্ধিত ব্রিকস ব্লকের শক্তি এবং বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করবে, কারণ চীন একাই ব্রিকসের মোট দেশজ উৎপাদনের দুই-তৃতীয়াংশ অবদান রাখছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
